সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের নৌকার মাঝি হলেন সিদ্দিকুর রহমান 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের নৌকার মাঝি হলেন সিদ্দিকুর রহমান 

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউপি নির্বাচনে প্রার্থী গাজী সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত প্রকাশ করা হয়। 

অন্যদিকে জাতীয় পার্টি জেপি সাইকেল মার্কার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার মনোনয়নপত্র পান। নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী ওই ইউনিয়নের নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। 

এর আগে নির্বাচন কমিশন কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসীল অনুযায়ী ওই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

টিএইচ